বন্যার্তদের জন্য গভীর সমবেদনা প্রকাশ ফিলিস্তিনি রাষ্ট্রদূতের

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ০৫:৫৬ পিএম
বন্যার্তদের জন্য গভীর সমবেদনা প্রকাশ ফিলিস্তিনি রাষ্ট্রদূতের

ঢাকা: বাংলাদেশের বন্যাদুর্গত মানুষের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। ফেসবুকে এক পোস্টে এ তথ্য দিয়েছেন আসসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

ওই পোস্টে আহমাদুল্লাহ লিখেছেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান আজ আমাদের ত্রাণ কার্যক্রম দেখতে এসেছিলেন। আমাদের বিশাল কর্মযজ্ঞ দেখে তিনি অভিভূত হয়েছেন এবং দুর্গতদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

এ সময় তিনি (রাষ্ট্রদূত) বলেন, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের জন্য যে গভীর ভালোবাসা দেখিয়েছে, আপনাদের দুর্যোগে এর দায় কিছুটা হলেও আমি শোধ করব। এ সময় তিনি আক্রান্তদের জন্য একটি সিম্বলিক সহায়তা প্রদানেরও আগ্রহ প্রকাশ করেন।

ফিলিস্তিনি রাষ্ট্রদূতের এই মানবিক তৎপরতা মুসলিম ভ্রাতৃত্বের উজ্জ্বল নমুনা হয়ে থাকবে। আমরা তার প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

প্রসঙ্গত, বন্যার্তদের সহায়তায় গত কয়েকদিন ধরেই ত্রাণ সংগ্রহ ও বিতরণ করছে আসসুন্নাহ ফাউন্ডেশন। 

আইএ

Link copied!