তফসিলের আগে ইসির সঙ্গে ফের বৈঠকে আইন-শৃঙ্খলা বাহিনী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ১১:৫১ এএম
তফসিলের আগে ইসির সঙ্গে ফের বৈঠকে আইন-শৃঙ্খলা বাহিনী

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আবার আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়।

বৈঠকে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ বাহিনী ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, ভোটের আগে ও পরে বাহিনীর মাঠে মোতায়েনের সময়কাল এবং প্রতিটি ভোটকেন্দ্রে সদস্য সংখ্যার চূড়ান্ত সিদ্ধান্ত।

ইসি সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আজকের বৈঠকে সমন্বিত নিরাপত্তা কৌশল চূড়ান্ত করা হবে। এর আগে, ২০ অক্টোবর প্রথম প্রাক-প্রস্তুতিমূলক বৈঠকে নির্বাচনের নিরাপত্তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল।

এম

Link copied!