সুখবর পেলেন বিএনপির আরেক নেতা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৪:৩৫ পিএম
সুখবর পেলেন বিএনপির আরেক নেতা

ফাইল ছবি

ঢাকা: আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বিএনপি নেতা গাজী মো. এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য খুলনা জেলা বিএনপির সাবেক সহ-শ্রমবিষয়ক সম্পাদক গাজী মো. এনামুল হাচান মাসুমকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বুধবার (১০ ডিসেম্বর) থেকে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ২৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। গত ৩ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

পিএস

Link copied!