ঢাকা: ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, এই বাজেট বাস্তবতাবিবর্জিত এবং এতে গুণগত কিংবা কাঠামোগত কোনো পরিবর্তন নেই।
সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর বনানীর হোটেল সেরিনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই বাজেটের রাজস্ব আয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সরকার যদি ব্যাংক থেকে ঋণ নেয়, তাহলে বেসরকারি খাতে বিনিয়োগ ব্যাহত হবে। রাজস্ব আয়ের পুরোটা চলে যাবে পরিচালন ব্যয়ে।
খসরু আরও বলেন, রাজস্ব আয়ের ভিত্তিতে বাজেট তৈরি হওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে তার প্রতিফলন নেই।
বাজেটের মৌলিক দিক নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এই বাজেটে মৌলিক জায়গাগুলো উপেক্ষিত রয়েছে। গুণগত কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। কাঠামোগত দিক থেকেও এটি আগের মতই রয়ে গেছে।
এআর
আপনার মতামত লিখুন :