এখনও ভোটার নয় তারেক রহমান, দেশে ফিরতে হবে তফসিলের আগেই  

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৭:০৮ পিএম
এখনও ভোটার নয় তারেক রহমান, দেশে ফিরতে হবে তফসিলের আগেই  

ফাইল ছবি

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি নভেম্বর মাসের শেষের দিকে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলটির একটি সূত্র। দেশে ফিরে তিনি ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবেন, যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বাধ্যতামূলক।

তফসিল ঘোষণার আগে ভোটার না হলে আইনি জটিলতায় পড়তে হবে তারেককে। নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন নতুন কোনো ভোটার নিবন্ধন করে না। ফলে ভোটার হওয়ার জন্য তারেককে তফসিলের আগে দেশে ফিরতে হবে।

২০০৮ সালে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা করা হয়। ওই সময় তারেক রহমান ও তার স্ত্রী লন্ডনে থাকায় ভোটার হতে পারেননি। তার স্ত্রী কয়েক মাস আগে ভোটার হলেও তারেক এখনও ভোটার নন। লন্ডনেও তিনি ভোটারের জন্য আবেদন করেননি বলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ নিশ্চিত করেছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের নিবন্ধন ও প্রবাসী শাখার কর্মকর্তা জানান, তারেক রহমান দেশে এসে ভোটার হতে চাইলে তফসিল ঘোষণার আগে ফিরতে হবে। যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টারে প্রবাসীদের জন্য ভোটার কার্যক্রম চালু রয়েছে, কিন্তু তারেক সেখানে আবেদন করেননি।

ভোটার হওয়ার জন্য প্রবাসীদের জন্য যা প্রয়োজন:
• অনলাইনে পূরণ করা নিবন্ধন ফরম-২ক
• জন্মনিবন্ধন সনদের অনলাইন কপি
• মেয়াদোত্তীর্ণ বা বৈধ পাসপোর্টের কপি / নির্ধারিত ফরমে তিনজন প্রমাণীকৃত বাংলাদেশি নাগরিকের প্রত্যয়ন
• পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র / জন্মনিবন্ধন / মৃত্যু সনদ / ওয়ারিশ সনদ
• পাসপোর্ট সাইজের রঙিন ছবি
• শিক্ষা সনদ, নিকাহনামা, স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ
• মিশন অফিস থেকে নির্ধারিত সময়ে সশরীরে উপস্থিত হয়ে সকল দলিলাদি ও বায়োমেট্রিক জমা

চলতি বছরের ১৩ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্য প্রবাসীদের মধ্যে ১২ হাজার ৪৯৮ জন ভোটারের জন্য আবেদন করেন। চূড়ান্তভাবে ভোটার হয়েছেন ৫ হাজার ৭৪৯ জন। তারেক রহমানের নাম এখনও তালিকায় নেই।

এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য সময় ডিসেম্বরের প্রথম সপ্তাহ। ভোটগ্রহণ আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। বিএনপি সূত্র জানায়, তারেক নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে দেশে ফিরবেন। দলের প্রার্থী তালিকায় তিনি বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এসএইচ 

Link copied!