রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত শক্তিশালী ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতামূলক বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এবং বাংলাদেশ ছাড়াও ভারতের কিছু অংশে অনুভূত হয়েছে। হঠাৎ কম্পনে অনেকেই ঘর-বাড়ি থেকে বের হয়ে আসেন, সৃষ্টি হয় আতঙ্ক।
এ পরিস্থিতিতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আজহারী লেখেন—
“কখনো ভেবে দেখেছেন? যদি আজ ভূমিকম্পের তীব্রতা আরও বেশি হতো, তাহলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। সেই তালিকায় আপনি থাকতেন তো? যদি উত্তর ‘না’ হয়, তবে এখনও ফিরে আসার সুযোগ আছে। এই কম্পনে না বুঝলেও, চূড়ান্ত কম্পন ঠিকই অনুভব করিয়ে দেবে।”
তিনি আরও কুরআনের সূরা মুলকের আয়াত উল্লেখ করে স্মরণ করিয়ে দেন—
“তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি জমিনকে ধ্বসিয়ে দেবেন না? এরপর হঠাৎ তা প্রবলভাবে কাঁপতে থাকবে?”
এম
আপনার মতামত লিখুন :