কিউইদের বিপক্ষে জয়ে শুরু ‘এ’ দলের

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৩:১২ পিএম
কিউইদের বিপক্ষে জয়ে শুরু ‘এ’ দলের

ঢাকা: সিলেটে তারুণ্যনির্ভর নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে যেমন দাপুটে পারফরম্যান্স আশা করেছিল বাংলাদেশ, ঠিক সেটাই হয়েছে।

শুরুতে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে দেড়শ রানের আগেই সফরকারীদের থামিয়ে দিয়েছিল বাংলাদেশ। এরপর ব্যাট হাতে বিজয় অঙ্কনদের ব্যাট থেকে এসেছে ৭ উইকেটের সহজ জয়। 

আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড 'এ' দল বাংলাদেশের বিপক্ষে সুবিধা করতেই পারেনি। পুরো দলের মধ্যে ৫ ব্যাটার ফিরেছেন ডাক মেরে। ওপেনার মারিউ এবং আটে নামা ফক্সক্রফট ছাড়া আর কেউই দুই অংকের ঘরেই যেতে পারেননি। ৮-এ নামা ফক্সক্রফট খেলেছেন ৭২ রানের ইনিংস। সেটাই কিউই তরুণদের স্কোর টেনে নেয় ১৪৭ পর্যন্ত। 

বাংলাদেশের হয়ে এদিন ৩টি করে উইকেট পেয়েছেন তানভির ইসলাম এবং খালেদ আহমেদ। ২ উইকেট আছে শরিফুল ইসলাম ও এবাদত হোসেনের। 

পরে ব্যাট করতে নেমে শুরুটা আগ্রাসী ছিল বাংলাদেশের। তবে সেটা দীর্ঘস্থায়ী হয়নি। ১২ বলে ২৪ রান করে বাউন্ডারি লাইনে ক্যাচ করেন পারভেজ হোসেন ইমন। নাইম শেখ নিজেও থিতু হতে পারেননি। তৃতীয় উইকেটে বিজয়-অঙ্কন জুটির কাছ থেকে আসে ৫৫ রান। এনামুল হক বিজয় ফেরেন ৪৫ রান করে। 

এরপর অবশ্য আর উইকেটের পতন হয়নি। নুরুল হাসান সোহানকে নিয়ে ম্যাচ শেষ করেন মাহিদুল ইসলাম অঙ্কন। তিনি অপরাজিত ছিলেন ৪২ রানে। ম্যাচে ২৭ রানে ৩ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন পেসার খালেদ আহমেদ। 

এআর

Link copied!