ঢাকা : আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি খেলতে না পারলেও গ্যালারিতে বসে খেলা দেখছিলেন। নিজে খেলতে না পারলেও সতীর্থদের দারুণ দক্ষতায় পুমাস ইউএনএএম-কে ৩-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টারে পৌঁছেছে মায়ামি।
রদ্রিগো ডি পল ইন্টার মায়ামির হয়ে তার প্রথম গোল করেন, লুইস সুয়ারেজ একটি গোল করেন ও দুটি অ্যাসিস্ট দেন। এতেই ইন্টার মায়ামি ৩-১ গোলের ব্যবধানে পুমাস ইউএনএএম-কে হারিয়ে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। ইন্টার মায়ামির হয়ে তাদেও আলেন্দেও একটি গোল করেন।
ডান পায়ের ঊর্ধ্বাংশে একটি হালকা মাংসপেশীর চোট রয়েছে মেসির। মেসি মাঠের পাশের একটি স্যুইটে বসে ম্যাচটি দেখছিলেন এবং খেলার সময় দাঁড়িয়ে তার পুরনো বন্ধু ও সতীর্থদের উৎসাহ দিচ্ছিলেন।
লিগস কাপের এমএলএস দিকের পয়েন্ট তালিকায় ইন্টার মায়ামির বর্তমানে ৮ পয়েন্ট, যার ফলে টুর্নামেন্টের প্রথম পর্ব শেষ হওয়ার আগেই তারা নকআউট পর্বে উঠেছে। এমএলএস ও লিগা এমএক্স-এর সেরা চারটি করে দল লিগস কাপের কোয়ার্টার ফাইনালে (১৯ ও ২০ আগস্ট) খেলার যোগ্যতা অর্জন করবে।
ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশচেরানো বলেন, “আমরা এই পর্যায়ে পৌঁছেছি, কিন্তু এখনও কিছু জিতিনি,”।
হাভিয়ের শাশচেরানো ২০২৩ সালের লিগস কাপ জয়ের সময়ও ছিলেন মায়ামিতে ছিলেন। তিনি বলেন, “যখন আমাদের দলে দুর্দান্ত খেলোয়াড় থাকে, তখন বেশি কিছু করার দরকার হয় না। শুধু তাদের আরও স্বচ্ছন্দ বোধ করানোর মতো সংগঠিত করতে হয়। তারপর শুধু খেলতে দিতে হয়।”
ডি পল, যিনি মেসি ও আর্জেন্টিনার সঙ্গে বিশ্বকাপ জিতেছেন, গ্রীষ্মের ট্রান্সফারে লা লিগার অ্যাটলেটিকো ডি মাদ্রিদ থেকে ইন্টার মায়ামিতে এসে ইতিমধ্যেই বড় অবদান রাখছেন। তিনি প্রথমার্ধের শেষ মুহূর্তে, ৪৫তম মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান। এর আগে পুমাসের হয়ে হোর্হে রুভালকাবা ৩৪তম মিনিটে গোল করেছিলেন।
ডি পল তার অভিষেক করেছিলেন লিগস কাপের প্রথম ম্যাচে ৩০ জুলাই এবং ২ আগস্ট নেকাক্সার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে দুটি অ্যাসিস্ট দিয়েছিলেন। ওই ম্যাচে মেসি ১১তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন এবং পরে ইন্টার মায়ামি পেনাল্টি শুটআউটে জয়লাভ করে।
সুয়ারেজ ডি পল ও আলেন্দের (৬৯তম মিনিট) গোলগুলোতে অ্যাসিস্ট দেন এবং ৫৯তম মিনিটে একটি পেনাল্টি কিকে গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে নেন। ম্যাচের শুরুতে তিনি একটি গোল করেছিলেন, তবে ৪৯তম মিনিটে অফসাইডের কারণে সেটি বাতিল করা হয়।
এটি ছিল সুয়ারেজের প্রথম গোল, এর আগে তিনি ২৩ জুন ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পামেইরাসের বিপক্ষে ২-২ ড্রয়ে গোল করেছিলেন।
ইন্টার মায়ামি আবার এমএলএস মৌসুমে ফিরবে ১০ আগস্ট, অরল্যান্ডো সিটির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। এরপর ১৬ আগস্ট ঘরের মাঠে বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়ন এল.এ. গ্যালাক্সির মুখোমুখি হবে, তারপরে তারা আবার লিগস কাপ ম্যাচে অংশ নেবে।
তবে, মেসি কবে ইন্টার মায়ামির মাঠের দলে ফিরবেন, তা এখনও নিশ্চিত নয়।
পিএস
আপনার মতামত লিখুন :