বিপিএলের টিকিট কাটবেন যেভাবে, মূল্য তালিকা প্রকাশ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ১০:৩৩ পিএম
বিপিএলের টিকিট কাটবেন যেভাবে, মূল্য তালিকা প্রকাশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর সিলেট পর্বের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে। এবারের আসরে দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হলো এক টিকিটে প্রতিদিনের দুটি ম্যাচ দেখার সুযোগ।

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরু হবে আগামী ২১ ডিসেম্বর থেকে। তবে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সরাসরি কোনো বুথে টিকিট পাওয়া যাবে না। দর্শকদের টিকিট নিতে হবে শুধুমাত্র বিসিবির নির্ধারিত ওয়েবসাইট www.gobcbticket.com.bd থেকে অনলাইনে।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। এই দামে দর্শকরা শহিদ তুরাব স্ট্যান্ড, গ্রিন গ্যালারি এবং গ্রিন হিল এরিয়ায় খেলা উপভোগ করতে পারবেন। শহিদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট ২৫০ টাকা মূল্য নির্ধারিত হয়েছে। আর যারা আরামদায়ক আসনে খেলা দেখতে চান, তাদের জন্য ক্লাব হাউস (আপার) এর টিকিট ৫০০ টাকা এবং ক্লাব হাউসের ‘জিরো ওয়েস্ট জোন’-এর টিকিট ৬০০ টাকা রাখা হয়েছে।

স্টেডিয়ামের সবচেয়ে অভিজাত গ্র্যান্ড স্ট্যান্ডের (আপার ইস্ট, আপার ওয়েস্ট, লোয়ার ইস্ট ও লোয়ার ওয়েস্ট) টিকিটের দাম ধরা হয়েছে ২ হাজার টাকা।

সিলেট পর্ব ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে, তবে ২৮ ও ৩১ ডিসেম্বর কোনো ম্যাচ হবে না। উদ্বোধনী দিনে দুপুর ২টায় স্বাগতিক সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স মুখোমুখি হবে। একই দিনে সন্ধ্যা ৭টায় নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

এক টিকিটে সারাদিনের দুটি ম্যাচ দেখার সুযোগ থাকায় এবারের বিপিএল সিলেট পর্বের জনপ্রিয়তা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এম

Link copied!