গ্লোবাল টি-টোয়েন্টি লিগে চেনা রূপে সাকিব  

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০২:২৭ পিএম
গ্লোবাল টি-টোয়েন্টি লিগে চেনা রূপে সাকিব  

ঢাকা: স্বীকৃত টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক শূন্য পাওয়া সাকিব জ্বলে উঠলেন গ্লোবাল সুপার লিগে। গায়ানার প্রভিডেন্সে দুবাই ক্যাপিটালসের হয়ে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে ৩৭ বলে করেন ৫৮ রান।

স্বীকৃতি টি-টোয়েন্টিতে ১০ ইনিংস পর ফিফটি পাওয়া সাকিব পরে বল হাতেও দারুণ করেছেন। প্রথম ওভারেই কোনো রান না দিয়ে ২ উইকেট নেওয়া সাকিব পরে পেয়েছেন আরও ২ উইকেট। 

৪ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট-সাকিব স্বীকৃত টি-টোয়েন্টি ৪ উইকেট পেলেন ১৮ ম্যাচ। এই সংস্করণে ১৭তম বার ৪ উইকেট পাওয়া সাকিব আরেকটু এগোলেন ৫০০ উইকেটের মাইলফলকে দিকে। স্বীকৃত টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট এখন ৪৯৭টি।

কেশব মহারাজের চোটের কারণে শেষ মুহূর্তে দুবাই দলে সুযোগ পাওয়া সাকিব ১২ বছর পর স্বীকৃত টি-টোয়েন্টিতে একই ম্যাচে ফিফটি ও কমপক্ষে ৪ উইকেট পেলেন। ২০১৩ সালে বিজয় দিবস টি-টোয়েন্টিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মোহামেডানের বিপক্ষে ২৮ বলে ৫৭ রান করার পর বল হাতে ১৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন সাকিব।

সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স জিতিয়েছে তার দলকেও। দুবাই ৭ উইকেটে করেছিল ১৬৫ রান। রান তাড়ায় সেন্ট্রাল ডিসট্রিক্টস ৮ উইকেট করে ১৪৩ রান। সাকিবরা জিতেছেন ২২ রানে।

দুবাইয়ের ইনিংসে সাকিব ছাড়া বলার মতো রান করেছেন ওপেনার সেদিকউল্লাহ আতাল। ২৫ বলে ৪১ রান করেছেন আফগান ব্যাটসম্যান।

এআর

Link copied!