জাকিরকে অধিনায়ক করে দল ঘোষণা, ফিরলেন সৌম্য 

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৬:৫৬ পিএম
জাকিরকে অধিনায়ক করে দল ঘোষণা, ফিরলেন সৌম্য 

ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে ফিরেছেন সৌম্য সরকার। ইনজুরিতে পড়া লিটন দাসের জায়গায় নেওয়া হয়েছে তাকে। 

এশিয়া কাপের সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারেননি লিটন। তার জায়গায় দলকে নেতৃত্ব দিয়েছিলেন জাকের আলী। আফগানদের বিপক্ষে টি-২০ সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন জাকের। 

এশিয়া কাপ খেলতে আমিরাতে যাওয়া বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেশে ফেরেননি। এশিয়া কাপের দলটাই আফগান সিরিজের জন্য রেখে দেওয়া হয়েছে। শুধু লিটনের বদলি নেওয়া হয়েছে সৌম্যকে। শারজাহতে ২, ৩ ও ৫ অক্টোবর সিরিজ খেলবে বাংলাদেশ।

লিটনের ইনজুরি নিয়ে বিসিবির বার্তায় ফিজিও বলেছেন, ‘এমআরআই রিপোর্টে লিটনের পাজরের বাঁ পাশের মাংসপেশিতে গ্রেড ওয়ান পর্যায়ের ইনজুরি শনাক্ত হয়েছে। টি-২০ সিরিজে খেলতে পারবেন না তিনি।’ ইনজুরি কাটিয়ে লিটন ওয়ানডে সিরিজে ফিরতে পারবেন বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশের টি-২০ দল: 
জাকের আলী (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, শেখ মাহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন, সৌম্য সরকার। 

এআর

Link copied!