টাইগারদের হোয়াইটওয়াশ করতে সবকিছু করবে ওয়েস্ট ইন্ডিজ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০৮:৫০ এএম
টাইগারদের হোয়াইটওয়াশ করতে সবকিছু করবে ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ এবার সিরিজের শেষ ম্যাচটি জিতে টাইগারদের হোয়াইটওয়াশ করতে চাইছে। ক্যারিবিয়ান ব্যাটার অ্যালিক আথানজে জানিয়েছেন, তারা এই লক্ষ্য পূরণে সবকিছু করবেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আথানজে বলেন, “হ্যাঁ, উদ্দেশ্য এটাই (হোয়াইটওয়াশ), তবে আমরা কাউকে হালকাভাবে নিচ্ছি না। শুক্রবারের ম্যাচে আবারও ভালো খেলা উপহার দেওয়ার জন্য আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব।”

এদিন ওয়েস্ট ইন্ডিজ দলের বেশ কিছু ক্যাচ মিস হলেও আথানজে তার বোলারদের প্রশংসা করেছেন। তিনি বলেন, “আমার মনে হয়েছে, আমরা কিছু রান কম করেছি, তবে দল হিসেবে আমরা দায়িত্ব নিয়েছিলাম যাতে বল হাতে ভালো শুরু করতে পারি। ফিল্ডিং... আমরা সেরা ছিলাম না, তবে বোলাররা আবার তাদের জাত চিনিয়েছে এবং উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে আটকে রেখেছে।”

গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ তাদেরকে হোয়াইটওয়াশ করেছিল। আথানজে বলেন, “আমি মনে করি না তখন আমি দলে ছিলাম, তবে এটা নিশ্চিত যে, যদি আমরা বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারানোর সুযোগ পাই, আমরা অবশ্যই সেই সুযোগ নেব।”

এদিকে চট্টগ্রামের ম্যাচকে লক্ষ্য করে অপরিবর্তিত স্কোয়াডই রেখে দিয়েছে বাংলাদেশ। শুরুতে দুই ম্যাচের জন্যই স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হারে ১৬ রানে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৪ রানে। 

বাংলাদেশ দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

এম

Link copied!