২৪ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ১১:১৯ এএম
২৪ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে চলছে শৈত্যপ্রবাহ। বর্তমানে দেশের ২৪টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবারের তুলনায় আজ শৈত্যপ্রবাহের আওতায় থাকা জেলার সংখ্যা কমেছে। একই সঙ্গে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। রাজধানী ঢাকাতেও আজ তাপমাত্রা কিছুটা বেশি অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, আজ রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলাতেই শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এ ছাড়া গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া— এই আট জেলাতেও শৈত্যপ্রবাহ বইছে।

রংপুর ও রাজশাহী বিভাগের মোট ১৬টি জেলা মিলিয়ে সবমিলিয়ে বর্তমানে ২৪টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এর আগে বুধবার দেশের ৪৪টি জেলায় শৈত্যপ্রবাহ ছিল। সেদিন নওগাঁর বদলগাছীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, যা ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তা মৃদু শৈত্যপ্রবাহ, ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি এবং ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নামলে সেটিকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

শৈত্যপ্রবাহ কতদিন চলতে পারে—এ বিষয়ে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, এই পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। সময়ের সঙ্গে নতুন কিছু জেলা শৈত্যপ্রবাহের আওতায় আসতে পারে, আবার কিছু জেলা থেকে সরে যেতে পারে। তবে শিগগিরই শৈত্যপ্রবাহ কেটে যাওয়ার সম্ভাবনা নেই; এটি এক সপ্তাহের বেশি সময় স্থায়ী হতে পারে।

এম

Link copied!