• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাংবাদিকতায় ‘মহাত্মাগান্ধী গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন এনামুল হক বাবুল


নান্দাইল প্রতিনিধি: সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৬:০৪ পিএম
সাংবাদিকতায় ‘মহাত্মাগান্ধী গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন এনামুল হক বাবুল

ময়মনসিংহ: সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ভারতের ‘মহাত্মাগান্ধী গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২২’ পেলেন সাংবাদিক ও মানবাধিকার সংগঠক নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল।

সম্প্রতি ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে সত্যজিত রায় অডিটোরিয়ামে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কলকাতার উদ্যোগে ও শ্রুতিবৃত্ত সংগঠন মহাত্মা গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২ পদক এর আয়োজন করে।

মোহাম্মদ এনামুল হক বাবুল সাংবাদিকতার পাশাপাশি সমাজের উন্নয়নে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আর্তমানবতার সেবায় কাজ করে ইতোপূর্বে অর্ধ শতাধিক সম্মাননা পদক লাভ করেন। এরমধ্যে ১৯৮৮ সনে সাংবাদিকতায় একজন তরুণ কলম সৈনিক হিসাবে তিনি “তোফাজ্জ্বল হোসেন মানিক মিয়া পদক” প্রাপ্ত হয়েছেন। তিনি বাসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!