• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

তিন রুটে বিমানের সব ফ্লাইট বাতিল


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২১, ২০২০, ১২:৩৮ পিএম
তিন রুটে বিমানের সব ফ্লাইট বাতিল

ঢাকা : কোভিড-১৯ মহামারীর কারণে সৌদি আরব আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা ঘোষণা করায় সোমবার (২১ ডিসেম্বর) থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আজ সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কোভিড-১৯ মহামারির কারণে সৌদি আরব সরকার নিষেধাজ্ঞা প্রদান করায় ২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।

তিনি আরও জানান, বাতিলকৃত ফ্লাইটটের যাত্রীদের ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

একাধিক দেশে নতুন ধরনের করোনা সংক্রমণের খবরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট বাতিল করেছে সৌদি সরকার।

একই সঙ্গে স্থল ও জলপথের সীমানাও বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি। যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সৌদি গেজেটের খবরে বলা হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!