• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে কার্টুনিস্ট কিশোর 


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৮, ২০২১, ১২:৪৮ পিএম
স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে কার্টুনিস্ট কিশোর 

ফাইল ফটো

ঢাকা: জামিনে থাকা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ মার্চ) সেখানে গঠিত মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করছে।

এর আগে রোববার (১৪ মার্চ) কিশোরকে নির্যাতনের মামলা তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার একজন কর্মকর্তাকে অভিযোগের বিষয়টি তদন্ত করে আগামী ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেন আদালত।

একইসঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) তিন জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে ২৪ কর্ম ঘণ্টার মধ্যে কিশোরকে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দেওয়া হয়।

ঢামেকের নাক-কান-গলা (ইএনটি) বিভাগের চিকিৎসককে প্রধান করে অর্থোপেডিক বিভাগের একজন ও মেডিসিন বিভাগের একজন চিকিৎসকের সমন্বয়ে ওই মেডিকেল বোর্ড গঠন করার কথা জানান আদালত।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!