• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
বাংলাদেশে করোনা

আজও সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৬৩


নিউজ ডেস্ক: এপ্রিল ৭, ২০২১, ০৩:৪৯ পিএম
আজও সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৬৩

ফাইল ছবি

ঢাকা: মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৬৩ জন।এনিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাড়ালো ৯ হাজার ৪৪৭ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ৬২৬ জন।বাংলাদেশে এটিই সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জনে।

বুধবার (৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৫৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জন।

এর আগে মঙ্গলবার দেশে ৭ হাজার ২১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান রেকর্ড সংখ্যক ৬৬ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৩০ লাখ ১৬ হাজার ৭৭৪ জন এবং মৃত্যু হয়েছে ২৮ লাখ ৮৫ হাজার ৯১৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৭২ লাখ ৬০ হাজার ৯০ জন।

সোনালীনিউজ/আইএ


 

Wordbridge School
Link copied!