• ঢাকা
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যেসব দাবিতে আন্দোলনে জুলাই যোদ্ধারা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৭, ২০২৫, ০৪:১৫ পিএম
যেসব দাবিতে আন্দোলনে জুলাই যোদ্ধারা

ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরুর অনেক আগেই সংসদ ভবন এলাকায় প্রবেশ করে মঞ্চের সামনে অবস্থান নেন ‘জুলাই যোদ্ধারা’।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে তারা সংসদের সীমানা পাঁচিল টপকে ভেতরে ঢুকে তিনটি দাবি উত্থাপন করেন। দাবি তিনটি হলো-জুলাই সনদ সংশোধন করা, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাই যোদ্ধাদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া।

জুলাই যোদ্ধারা মঞ্চের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজের উপস্থিতিতে। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি আংশিকভাবে মেনে নেওয়ার আশ্বাস দেন।

দুপুরে মঞ্চে এসে ড. আলী রীয়াজ বলেন, ‘আপনাদের সঙ্গে এইভাবে দেখা করতে হচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত। জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের পঞ্চম দফার অঙ্গীকারনামায় জরুরি সংশোধন আনা হচ্ছে। সেখানে স্বীকৃতি, মর্যাদা ও সুরক্ষা থাকবে।’

তিনি আরও বলেন, ‘কমিশন ৩১ অক্টোবর পর্যন্ত বহাল রয়েছে। আজকের দিনই শেষ নয়। সরকারের ব্যবস্থার দিকেও আমরা নজর রাখব।’

তবে আলী রীয়াজের আশ্বাসে সম্পূর্ণ সন্তুষ্ট হননি জুলাই যোদ্ধারা। তারা অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। শেষ পর্যন্ত বিকেল নাগাদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করে তাদের সংসদ ভবন এলাকার বাইরে সরিয়ে দেন।

প্রসঙ্গত, বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

এসএইচ
 

Wordbridge School
Link copied!