• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

দ্বাদশ সংসদ নির্বাচনে খরচ হয়েছে কত, জানাল আওয়ামী লীগ


নিজস্ব প্রতিবেদক  এপ্রিল ১, ২০২৪, ০৫:৩৪ পিএম
দ্বাদশ সংসদ নির্বাচনে খরচ হয়েছে কত, জানাল আওয়ামী লীগ

ঢাকা: চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে ২ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার ১২০ টাকা খরচ করেছে আওয়ামী লীগ। সোমবার (১ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলমের কাছে দলের ব্যয় জমা দেওয়ার পর দলটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বলেন, ‘আমরা সাড়ে ৪ কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারতাম। কিন্তু আমরা সীমিত ব্যয় করেছি। এই বছরে নির্বাচনী খরচ হয়েছে সারা বাংলাদেশ জুড়ে দলীয় ২ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার ১২০ টাকা।’

আশিকুর রহমান বলেন, ‘যখন কোনো জেলায় কোনো জনসভা হয়, তখন ওই জেলায় যারা যান, নেতারা আছেন, ক্যান্ডিডেট আছেন। তারাও কিছু দেয় বলেই খরচটা কম হয়। অন্য দলের যেখানে ১০ টাকা লাগে। আমাদের সেখানে ২ টাকা লাগে। কারণ দলের যে আনুগত্য আছে, বিভিন্ন মহল থেকে খরচ করা হয় বলে এই খরচ কম হয়।’

তিনি বলেন, ‘ব্যয়ের হিসাব ৯০ দিনের মধ্যে দিতে হয় (ইসিতে)। আওয়ামী লীগ সব সময় বিধি মোতাবেক চলে। বিধি মোতাবেক খরচ করি এবং আইন মোতাবেক সময় মতো তা জমা দেই।’

কোন কোন খাতে ব্যয় হয়েছে—জানতে চাইলে আশিকুর রহমান বলেন, জনসভা, প্রচারণা, পোস্টার, নির্বাচনী ইশতেহার প্রভৃতি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্ল্যাহর নেতৃত্বে প্রতিনিধিদলে প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, অর্থ পরিকল্পনা উপকমিটর সদস্য জাফরুল শাহরিয়ার জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএস

Wordbridge School
Link copied!