• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

রাজধানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৬, ২০২১, ০২:৫১ পিএম
রাজধানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা : রাজধানীতে তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এ্যাপারেল স্টিচ লিমিটেডের পোশাক শ্রমিকরা।

মঙ্গলবার (১৬ মার্চ) সকাল নয়টায় তেজগাঁওয়ের তিব্বত মোড়ে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ শুরু করেন তারা। পরে পুলিশ এসে শ্রমিকদেরকে সড়কে থেকে সরিয়ে দেয়।

কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ ও চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা এ বিক্ষোভ করেন। এসময় শ্রমিকদের বিক্ষোভে সড়কে যানজটের সৃষ্টি হয়। সেসময় পুলিশ এসে সরে যেতে বললেও তারা সড়কে থেকে সরছিলেন না। পরে একপর্যায়ে সড়কে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধস্তাধস্তি শুরু হয়।

পরে বেলা ১১টার দিকে পুলিশ শ্রমিকদের ধাওয়া দিলে তারা রাস্তা থেকে সরে যায়। তারপর যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের সরে যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু শ্রমিকেরা সরেননি। তাই তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!