• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

ছিনতাইকারীর ছুরির আঘাতে আহত মন্ত্রীর এপিএস 


নিজস্ব প্রতিবেদক  ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৯:৫৮ এএম
ছিনতাইকারীর ছুরির আঘাতে আহত মন্ত্রীর এপিএস 

ঢাকা: কারওয়ান বাজারে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের সহকারী একান্ত সচিব (এপিএস) সাদেক হোসেন চৌধুরীকে ছুরি মেরে পালিয়েছে এক ছিনতাইকারী। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে এ ঘটনা ঘটে। 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান বলেন, রাতে সাদেক খান পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বেইলি রোডের বাসভবন থেকে দাপ্তরিক কাজ শেষে নিজ বাসা ফার্মগেটে যাচ্ছিলেন। এ সময় কারওয়ান বাজার এলাকায় তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।

তিনি বলেন, এপিএসকে বহনকারী গাড়িটি কাওরান বাজার সার্ক ফোয়ারা অতিক্রম করার সময় এক ছিনতাইকারী এপিএসের হাতে থাকা মোবাইল ফোন ধরে টান দেয়। এপিএস এ সময় ছিনতাইকারীকে বাধা দিলে ছিনতাইকারী তার হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আহত অবস্থায় তাকে পান্থপথের স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়ে, এই ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। কে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের খোঁজ করা হচ্ছে।

সোনালীনিউজ/এম
 

Wordbridge School
Link copied!