• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

বেইলি রোডের ‘নবাবী ভোজ’ সিলগালা


নিজস্ব প্রতিবেদক মার্চ ৫, ২০২৪, ০২:২৫ পিএম
বেইলি রোডের ‘নবাবী ভোজ’ সিলগালা

ঢাকা: রাজধানীর বেইলি রোডে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পর বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার (৫ মার্চ) সকালে এই অভিযান শুরু হয়। এ সময় ওই সড়কের ‘একিউআই’ শপিং মলের বেইজমেন্টে রোস্তোরাঁ চালানোয় ‘নবাবী ভোজ’ নামে একটি খাবারের দোকান বন্ধ করে দিয়েছে রাজউক।

বেলা ১১টায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।  

বেলা গড়ালেও বেইলি রোডের বেশিরভাগ রোস্তরাঁর দরজা বন্ধই দেখা গেছে এদিন। অভিযানের সময় সেখানে নবাবী ভোজ রেস্তোরাঁও ছিল তালাবদ্ধ।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নবাবী ভোজ রেস্তোরাঁ আইনের ব্যত্যয় ঘটিয়ে তৈরি করা হয়েছে। এজন্য সিলগালা করে দিয়েছি।

তিনি বলেন, রেস্তোরাঁয় আগুন জ্বালিয়ে খাবার রান্না করা হয়, গ্যাসের ব্যবহার হচ্ছে। এসব জায়গায় আগুন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা আছে কিনা তা দেখা হচ্ছে। পাশাপাশি অন্যান্য নিয়ম মানা হচ্ছে কিনা সেটিও দেখা হচ্ছে। 

আইএ

Wordbridge School
Link copied!