• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বাংলাদেশের শ্রীলংকা সফরের সময় সূচি চূড়ান্ত


ক্রীড়া ডেস্ক মার্চ ১৩, ২০২১, ০৩:৪৭ পিএম
বাংলাদেশের শ্রীলংকা সফরের সময় সূচি চূড়ান্ত

ফাইল ছবি

ঢাকা : আগামী এপ্রিলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরের সূচি চূড়ান্ত করেছে শ্রীলংকান ক্রিকেট (এসএলসি)।

জানা গেছে, সূচি অনুসারে আগামী ২১ এপ্রিল শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের পরের টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল। শনিবার (১৩ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে গত রোববার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি টেস্ট ম্যাচ খেলতে আগামী ১২ এপ্রিল শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ। ফিরতি সফরে ২০ মে ঢাকায় আসবে লংকানরা। এ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। 

করোনাভাইরাসের কঠোর গাইডলাইনের কারণে শ্রীলংকা সফরে যায়নি বাংলাদেশ। এবার সেই গাইডলাইন শিথিল করা হচ্ছে। ইংল্যান্ডের সবশেষ শ্রীলংকা সফরের গাইডলাইনই বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে। তবে ক্রিকেটারদের কোয়ারেন্টাইন মেনে চলতেই হবে।

জানা গেছে, শ্রীলংকা সফরে সিরিজের দুটি ম্যাচই ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ক্যান্ডিতে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হলেও কলম্বোয় কোয়ারেন্টাইনে থাকবে বাংলাদেশ দল। কলম্বোয় পা রেখে কোয়ারেন্টাইন পালনের পর প্রায় ১২০ কিলোমিটার দূরের ক্যান্ডিতে যাবে টাইগাররা। মুলত হোটেল সুবিধার কথা বিবেচনা করেই কলম্বোকে কোয়ারেন্টাইন ভেন্যু হিসেবে বেছে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। জৈব সুরক্ষা বলয়ে ঢুকেই নিউজিল্যান্ড সফরে চলে গেলেও শ্রীলংকা সফরের আগে টেস্ট দল দেশে সপ্তাহখানেক ক্যাম্প করবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!