• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ড্র ও দুই লালকার্ডে শুরু বার্সার নতুন মৌসুম


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৪, ২০২৩, ১২:০১ পিএম
ড্র ও দুই লালকার্ডে শুরু বার্সার নতুন মৌসুম

ঢাকা :  নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি বার্সেলোনার। এমনটা হবে নিজেদের প্রথম ম্যাচে তা ভাবেননি বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। দুই লালকার্ড খেয়ে মৌসুম শুরু করেছে গত মৌসুমের চ্যাম্পিয়নরা। যার মাঝে একটা লালকার্ড তিনি নিজেও দেখেছেন। গেতাফের মাঠে লালকার্ড দেখে বিরতির আগেই ১০ জনের দলে পরিণত হয় বার্সা। পুরো ম্যাচে দেখানো হয়েছে তিন লালকার্ড।

রোববার (১৩ আগস্ট) নাটকীয় তিন লালকার্ডের ম্যাচে শেষ পর্যন্ত জিততে পারেনি কোনো দলই হয়েছে গোলশূন্য ড্র। গেতাফের মাঠ বিরতির আগেই রাফিনিয়ার লাল কার্ডে ১০ জনের দল হয়ে যায় লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেন কোচ জাভিও। ওদিকে হাইমে মাতা লালকার্ড দেখায় গেতাফেও প্রায় আধঘণ্টা খেলেছে ১০ জন নিয়ে। গেতাফের মাঠে এ নিয়ে লিগে টানা চতুর্থ ম‍্যাচে গোল করতে ব্যর্থ বার্সেলোনা।

ম্যাচের শুরু থেকেই পাসিং ফুটবল খেলে বার্সেলোনা। একাধিকবার বার্সা আক্রমণে গেলেও সেখান থেকে গোল আদায়ে ব্যর্থ। হেতাফেকে খুব একটা নিজেদের অর্ধে উঠে আসতে দেয়নি বার্সা। তবে তাদের জমাট রক্ষ ভাঙতে পারেনি বার্সার তারকারা। প্রথমার্ধের শুরুতেই একাধিক সুযোগ পান রাফিনিয়া। কাজে লাগাতে পারেননি একটিও। উল্টো প্রথমার্ধে বার্সা বড় ধাক্কা খায় রাফিনিয়া বলের দখল নিতে গিয়ে গাস্তন আলভারেজকে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখলে। ম্যাচের ৪৩ মিনিটেই দশজনের দলের পরিণত হয় বার্সেলোনা।

বার্সা ১০ জনের দল হয়ে যাওয়ার পরও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি গেতাফে। উল্টো  ৫৭ মিনিটে রোনালদ আরাউহোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হাইমে মাতা। ১০ জনের দল হয়ে যায় গেতাফে।

ম্যাচে গোল না হলেও লাল কার্ডের কমতি ছিল না। ম্যাচের ৭০ মিনিটে বার্সেলোনার মরোক্কান উইঙ্গার আবদেসসামাদ এজ্জালজোওলিকে ফাউলের শিকার হওয়ার পরে সহকারী রেফারির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন জাভি। রেফারি এসে লাল কার্ড দেখান বার্সেলোনা কোচকে। শেষ পর্যন্ত তিন লাল কার্ডের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় বার্সাকে।

এমটিআই

Wordbridge School
Link copied!