ঢাকা: বিপিএলে টিকে থাকার লড়াইয়ে তানজিদ তামিমের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে চট্টগ্রাম। এই ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের।
খুলনা জিতলে সম্ভাবনা টিকে থাকবে তাদের। এমন সমীকরণের ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।
বাঁচা-মরার এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম। ব্যাট করতে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন ওপেনার তানজিদ হাসান তামিম।
এবারের বিপিএল সেরা ইনিংস খেললেন তরুণ এই ওপেনার। শেষ পর্যন্ত ৬৫ বলে ১১৬ রান করে আউট হলেন তিনি। ৮টি করে বাউন্ডারি এবং ছক্কার মার মারলেন তিনি।
তানজিদ তামিমের এই ইনিংসের ওপর ভর করে খুলনার বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের স্কোর গড়ে তুলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এআর