• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠাল বরিশাল 


নিজস্ব প্রতিবেদক  ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৬:১৯ পিএম
টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠাল বরিশাল 

ঢাকা: গ্রুপপর্বে দারুণ খেলা রংপুর রাইডার্স এসে হোঁচট খেয়েছে প্রথম কোয়ালিফায়ারে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হারলেও তাদের ফাইনালে ওঠার সুযোগ শেষ হয়নি।

ইলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারানো ফরচুন বরিশালের বিপক্ষে আজ ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে দলটি।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ারে মিরপুর শেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।  

রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), নিকোলাস পুরান, রনি তালুকদার, সাকিব আল হাসানা, মোহাম্মদ নবি, জিমি নিশাম, শেখ মাহেদি, শামিম হোসাইন, ফজল হক ফারুকি, হাসান মাহমুদ ও আবু হায়দার রনি।  

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), কাইল মেয়ার্স, সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, জেমস ফুলার, মোহাম্মদ সাইফউদ্দিন, ওবেড ম্যাককয় ও তাইজুল ইসলাম।

এমএস

Wordbridge School
Link copied!