• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের পেসারদের সামনে চাপে প্রোটিয়ারা


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২২, ২০১৭, ০৬:৩২ পিএম
বাংলাদেশের পেসারদের সামনে চাপে প্রোটিয়ারা

ফাইল ফটো

ঢাকা: দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে দারুন বোলিং করছেন মোস্তাফিজ-তাসকিনরা। এ প্রতিবেদন লেখার সময় প্রোটিয়ারা ৪৫ ওভারে ১৪১ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৫টি উইকেট।

আগের দিনে ১ উইকেটে ২১ রান নিয়ে দ্বিতীয় শুরু করে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ। ২৫ রানেই শুভাশিষ রায় ইয়াসিন ভেলিকে বোল্ড করে ফেরান। এর পর ৩৬ রানে লেয়াস ডু পয়কে লিটন দাসের ক্যাচে পরিণত করান শফিউল।

এর পর জুবায়ের হামজা অধিনায়ক হেনরিক কাসানকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি তাঁদের জুটি।৮৯ রানে কাসানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মোস্তাফিজ। ১১০ রানে ফিফটি করা হামজাকে ড্রেসিংরুমের পথ দেখান তাসকিন।১০১ বলে ১০ চারের সাহায্যে তিনি ৬০ রান করেন।

মোস্তাফিজ, শুভাশিষ, তাসকিন ও শফিউল নিয়েছেন ১টি করে উইকেট। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩০৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। তিনটি ফিফটি ছিল বাংলাদেশের ইনিংসে। মুমিনুল ৬৮, মুশফিক ৬৩ ও সাব্বির ৫৮* রান করেন।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!