• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

আমার শহর শান্তিময় হতেই হবে: আইভি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৩, ২০১৮, ১২:২৬ পিএম
আমার শহর শান্তিময় হতেই হবে: আইভি

ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জে কোন অশান্তি হতে দেয়া হবে না। আমার শহর শান্তিময় হতেই হবে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন আইভি। তিনি বলেন, আমি এখন সম্পূর্ণ সুস্থ।

আইভী বলেন, রাজনীতি করতে গেলে অনেক কিছুই হয়। তবে এসব নিয়ে আমার কোনো অভিযোগ নেই।

তিনি বলেন, হকাররা হকারদের জায়গায় থাকবেন। আর নাগরিকরা তাদের অধিকার ফিরে পাবেন। ফুটপাত নাগরিকেদের। এটি হকারদের স্থান নয়। নারায়ণগঞ্জবাসী সাহসী আইভীকে দেখেছে। আইভী আছে। এখানে সত্যের জয় হবে। নৈতিকতার জয় হবেই।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ শহরে হকার ইস্যু নিয়ে গত ১৬ জানুয়ারি চাষাঢ়ায় হকার ও এমপি শামীম ওসমানের অনুসারীদের সঙ্গে মেয়রের লোকজনের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

সংঘর্ষের সময় মেয়র আইভীসহ অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। সেইসঙ্গে আহত হন সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ আরও অনেকে।

পরে গত ১৮ জানুয়ারি বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ নগর ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেয়র আইভী। তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় ল্যাবএইড হাসপাতালে আনা হয়। 

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!