• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

ইজতেমার ২য় পর্বে থাকছেন যে ৩৩ মুরব্বি


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৭, ২০১৯, ০২:৫২ পিএম
ইজতেমার ২য় পর্বে থাকছেন যে ৩৩ মুরব্বি

ঢাকা : ২য় পর্বের ইজতেমা শুরু হয়েছে আজ। এ ইজতেমায় অংশ নিচ্ছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। সেকারণেই দিল্লির নিজামুদ্দিন মারকাজ থেকে এসেছেন তাবলিগের নবীন-প্রবীণ মিলে ৩৩ মুরব্বির এক প্রতিনিধি দল।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিজামুদ্দিন মারকাজ থেকে বিমানবন্দর সংলগ্ন হজ ক্যাম্পে এসে পৌঁছেছেন প্রতিনিধি দলটি। নিজামুদ্দিনের এসব মুরব্বিরাই দ্বিতীয় ধাপের এ ইজতেমায় বয়ান ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

মাওলানা সাদ কান্ধলভির অনুপস্থিতিতে এ ইজতেমায় আমির হিসেবে দায়িত্ব পালন করছেন নিজামুদ্দিন মারকাজের প্রবীণ মুরব্বি মাওলানা শামীম আহমদ।

সূত্রের খবর, এই পর্বের ইজতেমায় মাওলানা সাদ না আসলেও তার বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভির আসার কথা রয়েছে।

মাওলানা শামীম আহমদ ছাড়াও এ প্রতিনিধি দলে রয়েছেন বিশ্ব বিখ্যাত আলেম ইউসুফ সালানির সন্তান মাও ইয়াকুব।

এছাড়ও আরও যারা থাকছেন - মাওলানা শওকত, মাওলানা ওমর মালিক, মুফতি শেহজাদ, মাওলানা হাশিম বিন শামীম, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা যুয়ারুল হাসান, মিয়াজি মাওলানা ফুল, মুফতি শরিফ, মাওলানা জামসিদ, মো. ও মুরসালিন প্রমুখ।

এছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশের তাবলিগি দায়িত্বশীলদের মধ্য থেকে অনেকেই উপস্থিত থাকার কথা রয়েছে।

মাওলানা নাফিস, মুফতি আব্দুর রহিম, শায়খুল হাদিস আব্দুর রশিদ, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা শামসুর রহমান, মাওলানা গাজাইল, প্রফেসর আব্দুল আলিম, শায়খ ইলিয়াস (বাড়াবাকিং), শায়খ আলাউদ্দিন (মেওয়াত) এদের মধ্যে অন্যতম।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!