• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ভ্যাটিকানে নানদের গর্ভে ধর্মযাজকদের ‘অবৈধ’ সন্তান!


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ২, ২০১৯, ০৬:৪৭ পিএম
ভ্যাটিকানে নানদের গর্ভে ধর্মযাজকদের ‘অবৈধ’ সন্তান!

ঢাকা : ভ্যাটিকান সিটিতে ধর্মযাজকদের দ্বারা শ্লীলতাহানির শিকার হচ্ছেন নানরা। এতে গর্ভপাত করতে অথবা জারজ সন্তান জন্ম দিতে বাধ্য হচ্ছেন এসব নারী।  
    
ভ্যাটিকানের নারী বিষয়ক ম্যাগাজিন ‘ওম্যান চার্চ ওয়ার্ল্ড’ এর ফেব্রুয়ারির সংখ্যায় এ বিষয়ে একটি নিবন্ধ ছাপা হয়েছে।

নিবন্ধনটি নিয়ে শুক্রবার (১ ফেব্রুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যম এল ওজারভেটরি রোমানোতে সম্পাদকীয় প্রকাশিত হয়েছে। পোপ ফ্রান্সিসের বরাত দিয়ে এতে বলা হয়, ধর্মযাজকরা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে নারীদের শ্লীলতাহানি করে আসছেন।  

দেশটিতে ধর্মযাজকদের অনবরত চাপ ও যৌন নিষ্পেষণের শিকার হয়েও এসব নারী নীরব থাকছেন। তাই সেখানকার প্রকৃত অবস্থা সবার নজরে আসে না।

খৃস্টান ধর্মাবলম্বীদের কাছে পবিত্র শহর ভ্যাটিকান সিটি। গত বছর নারী নির্যাতনের একটি স্ক্যান্ডাল প্রকাশিত হয়। তখন আন্তর্জাতিক নারী সংস্থা জানিয়েছিল, “নানরা নির্যাতনের শিকার হয়ে প্রতিকারের জন্য পুলিশ ও ঊর্ধ্বতনদের কাছে প্রতিকার চেয়ে নালিশ করে। এ সময় তারা উল্টো ধমক খেয়ে চুপসে যান। এসবের কারণে ভ্যাটিকানে নারী নির্যাতনের ঘটনা সামনে আসে না।

প্রতিবেদক লুসিটা স্ক্যারাফিয়া বলেন, “ভ্যাটিকানের চার্চগুলো নারীদের জন্য ‘অনিরাপদ ও যৌন উত্তেজক’।  

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!