• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনাকে জীবননাশের হুমকি দেয়া মামলায় দুদুর জামিন


মাদারীপুর প্রতিনিধি ডিসেম্বর ৪, ২০১৯, ০৪:১৫ পিএম
শেখ হাসিনাকে জীবননাশের হুমকি দেয়া মামলায় দুদুর জামিন

মাদারীপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবননাশের হুমকি দেয়ার অভিযোগে মাদারীপুরে দায়ের করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মাদারীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নাজির আহম্মেদ তাকে স্থায়ী জামিন দেন। শামসুজ্জামান দুদুর জামিন আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সিনিয়র আইনজীবী জামিনুর হোসেন মিঠু, শরীফ মো. সাইফুল কবীর, গোলাম মোস্তফা চিশতি ও হাওলাদার মিজানুর রহমান।

গেল ১৬ সেপ্টেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের একটি টকশোতে শামসুজ্জামান দুদু বলেন, ‘যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে সেভাবে শেখ হাসিনা বিদায় হবে।’ এ মন্তব্যের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবননাশের হুমকি দিয়েছেন অভিযোগ করে ২৯ সেপ্টেম্বর মাদারীপুর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বাবুল আক্তার বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে মামলাটি করেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!