• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

৩০ সংস্থার কাছে ব্যাংকের পাওনা ৩১ হাজার কোটি টাকা


বিশেষ প্রতিনিধি জুলাই ৫, ২০১৮, ০৩:২৪ পিএম
৩০ সংস্থার কাছে ব্যাংকের পাওনা ৩১ হাজার কোটি টাকা

ঢাকা : সরকারি ৩০টি সংস্থার কাছে আটকে আছে ব্যাংকের প্রায় ৩১ হাজার কোটি টাকার ঋণ। এর মধ্যে খেলাপি হয়েছে ২১৫ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন এই বিপুল অর্থ পড়ে থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলো। তাই লোকসানে থাকা এসব প্রতিষ্ঠানে ঋণ বন্ধ করে দক্ষতা বাড়ানোর পরামর্শ তাদের।

বছরের পর বছর লোকসান দিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলো। পরিস্থিতি সামাল দিতে ব্যাংক ঋণ নিয়ে যাচ্ছে ক্রমাগত। এতে অপরিশোধিত ও খেলাপি ঋণ জমেছে পাহাড়সম। যার বেশিরভাগই সরকারি ব্যাংক থেকে নেয়া।

বকেয়া ঋণের র্শীষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-বিপিডিবি। পরিমান ১০ হাজার ৩৫৫ কোটি ৯৩ লাখ টাকা। এরপরই ৫ হাজার ৫৮৫ কোটি টাকার বকেয়া ঋণ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি)। এই তালিকায় পেট্রোলিয়াম কর্পোরেশনসহ মোট ৩০টি প্রতিষ্ঠান।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক কারণেই এসব প্রতিষ্ঠান বন্ধ করছে না সরকার। ব্যাংকগুলো ক্ষতির বোঝা বইতে হচ্ছে জনগণকে। আরো লোকসানে পড়লে ন্যায়সঙ্গতভাবে এসব প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনার কথা জানান অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

অর্থপ্রতিমন্ত্রী আরো জানান, নির্বাচনের আগে কাউকে হতাশ করতে চায় না সরকার। তবে, নির্বাচনের পরে বড় ধরনের সংস্কার পরিকল্পনা আছে।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!