• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নিয়মিত ঘুমে বুদ্ধি বৃদ্ধি ও আকর্ষণীয়


নিজস্ব প্রতিবেদক মার্চ ১২, ২০১৬, ০৩:১১ পিএম
নিয়মিত ঘুমে বুদ্ধি বৃদ্ধি ও আকর্ষণীয়

সোনালীনিউজ ডেস্ক

শুধু ক্লান্তি কাটাতে নয়, বুদ্ধি বাড়ানোর জন্যও অত্যন্ত জরুরি ঘুম। ব্রিটেনের সেন্ট অ্যান্ড্রুজ ইউনিভার্সিটির গবেষকরা জানাচ্ছেন, যাঁরা নিয়মিত ঘুমায় তাঁরা পড়াশোনায় অন্যদের তুলনায় ভাল ফল করেন। এমনকী, কাজের ক্ষেত্রেও তাঁরা অনেক বেশি কর্মঠ হন। 

এই গবেষণার জন্য তাঁরা স্পেশাল ফেস-প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করে ২০০ জনের উপর সমীক্ষা চালিয়েছিলেন। তাঁদের সম্পূর্ণ অভিব্যক্তিহীন মুখের ছবি তোলা হয়। এর পর সেই ছবি দেখিয়ে অন্তত ২০০ জনকে তাঁদের বুদ্ধিমত্তা অনুমান করতে দেওয়া হয়। দেখা গিয়েছে ঘুমঘুম চোখের মানুষদের থেকে উজ্জ্বল চোখের মানুষদের বেশি আকর্ষণ ক্ষমতা অনেক বেশি।

গবেষক সিন তালামাস জানান, বুদ্ধিমান মানুষদেরই আকর্ষক মনে করা হয়। দেখা গিয়েছে, বুদ্ধিমান মানুষরা সম্পূর্ণ চোখ খুলে অনেক বেশি স্পষ্ট ভাবে সামনের দিকে তাকাতে পারেন। যা নির্ভর করে নিয়মিত পর্যাপ্ত পরিমাণ ঘুমের উপর। যা আমাদের শুধু বুদ্ধিমানই করে তোলে না, অন্যদের কাছে আমাদের আকর্ষণও বাড়িয়ে তোলে।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!