• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় শিশু হত্যায় ৩জনের মৃত্যুদণ্ড


নেত্রকোনা প্রতিনিধি মে ৩১, ২০১৬, ০৪:৩৯ পিএম
নেত্রকোনায় শিশু হত্যায় ৩জনের মৃত্যুদণ্ড

নেত্রকোনার কেন্দুয়ায় মুক্তিপণের দাবিতে শিশু মো. শুক্কুর আলীকে (১২) অপহরণের পর হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা আসামীরা হলো- মো. শামীম খান, মো. সোহাগ ও শরিফুজ্জামান ওরফে হুমায়ুন। তারা একই উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (৩১ মে) দুপুর ১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম আবুল কাশেম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শরিফুজ্জামান ওরফে হুমায়ুন পলাতক রয়েছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ৯ জুন উপজেলার তিটুয়া নওপাড়া গ্রামের শিশু মো. শুক্কুর আলী (১২) মায়ের জন্য বাজারে ওষুধ আনতে গেলে তাকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা তার পরিবারের কাছে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেয়ে দণ্ডপ্রাপ্তরা শিশু শুক্কুর আলীকে হত্যা করে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

 

Wordbridge School
Link copied!