• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

‘আসল জীবন সঙ্গী’ খুঁজতে প্রেমে পড়তে হবে


সোনালীনিউজ ডেস্ক ফেব্রুয়ারি ১, ২০১৬, ০৪:২৩ পিএম
‘আসল জীবন সঙ্গী’ খুঁজতে প্রেমে পড়তে হবে

ঢাকা: এই পড়ি কী সেই পড়ি। প্রেমে হাবু ডুবু খেতে প্রেম নদীতে ঝাঁপ দিয়েছে ৮ থেকে ৮০ সবাই। ক্লাস টু থেকে যে মেয়েটি বা ছেলেটি আপনার বেঞ্চের পাশের সঙ্গী হয়ে এসেছে, ২০ বছরে পা দিয়ে সেই হয়ত আপনার জীবনসঙ্গী হয়ে উঠেছে। এমনটা নাও হতে পারে।

শেক্সপিয়ারের মানব জীবনের সাত অধ্যায়ের মধ্যে মানুষ কখন কীভাবে কার প্রেমে পড়বেন, তা বিজ্ঞান বলে দিতে পারে না। তবে বিজ্ঞান বলছে, জীবনসঙ্গী বেছে নিতে অন্তত ৭ বার প্রেমে পড়ুন। সপ্তমবারের মধ্যে থেকেই মানুষ তাঁর জীবনসঙ্গীকে বেছে নিতে পারে।

আরও স্পষ্টভাবে বললে, 'নিজের জীবনসঙ্গী খুঁজে পাওয়ার আগে মানুষ অন্তত ৭ বার প্রেমে পড়েন'। সারা বিশ্বজুড়েই এমনটা হয়ে থাকে, দাবি গবেষকদের। সূত্র: কলকাতা

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!