• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

‘পুলিশ জনগণের নিরাপত্তা দিবে, শৃঙ্খলার মধ্যে


নিজস্ব প্রতিবেদক মার্চ ২১, ২০১৬, ০৩:৫২ পিএম
‘পুলিশ জনগণের নিরাপত্তা দিবে, শৃঙ্খলার মধ্যে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, পুলিশই জনগণ, জনগণই পুলিশ। পুলিশ জনগণের নিরাপত্তা দিবে, শৃঙ্খলার মধ্যে রাখবে। পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করবে। পুলিশ জনগণকে হয়রানি করবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। সন্ত্রাসীদের আইনের আওতায় এনে আমরা রাজধানীকে সম্পূর্ণ নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলব।

রাজধানীর নিউমার্কেটের গাউসিয়া মোড়ে সোমবার দুপুরে নিউমার্কেট থানার উদ্যোগে 'বিট পুলিশিং সমাবেশ ২০১৬' অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— ডিএমপি'র যুগ্ম-কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়, উপ-কমিশনার (মিডিয়া) মো. মারুফ হোসেন সরদার, রমনা জোনের সহকারী কমিশনার জসিম উদ্দিন, রমনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মশিউর রহমান, নিউমার্কেট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইয়াসিন আরাফাত, গাউসিয়া মার্কেট সমিতির সভাপতি মো. ফারুক, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসান প্রমুখ।

তিনি আরও বলেন, বিটের অফিসাররা সকল নাগরিকের কাছে যাবে, তাদের সমস্যার কথা শুনবে এবং তাদের বিপদে সহায়তা করবে। নগরীর সকল বাড়িওয়ালা, ভাড়াটিয়া ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট ওই এলাকার সকলের তথ্য সংগ্রহের কাজ চলছে। নগরীর সকল নাগরিকের তথ্য সংশ্লিষ্ট থানায় থাকলে অপরাধীরা অপরাধ করতে ভয় পাবে।

ডিএমপি কমিশনার বলেন, নাগরিকদের দেয়া তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে। এ তথ্য শুধুমাত্র অপরাধীদের খুঁজে বের করার কাজে ব্যবহৃত হবে। এ তথ্য কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা সাংবাদিকসহ কাউকে দেওয়া হবে না। প্রতিটি থানায় ১০ জন করে পুলিশ সদস্যকে আইটি ট্রেনিং ও প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে করে তারা প্রাপ্ত তথ্যগুলো সঠিকভাবে নিবন্ধন করতে পারে।

ডিএমপি'র অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মুহাম্মদ মারুফ হাসান বলেন, পুলিশ-জনগণের সম্পৃক্ততায় আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। বাড়িওয়ালার কাছে তথ্য না থাকায় অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তাই সকলের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার আব্দুল বাতেন বলেন, নগরবাসীর তথ্য সংগ্রহের জন্য বিট পুলিশ কাজ করছে। প্রতিটি থানা এলাকার সংশ্লিষ্ট বিটের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জনগণের সঙ্গে যোগাযোগ করবে। তাদের তথ্য নেবে, জনগণকে সহায়তা করবে।

সোনালীনিউজ/এমএইউ

Wordbridge School
Link copied!