• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আইইউটিকে আল-আরাফাহ ব্যাংকের ২০ লাখ টাকা অনুদান


নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০১৮, ০৩:৪৬ পিএম
আইইউটিকে আল-আরাফাহ ব্যাংকের ২০ লাখ টাকা অনুদান

ঢাকা: কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) -কে ২০ লক্ষ টাকা প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

বুধবার (২৩ মে) আল-আরাফাহ্ টাওয়ারে আইইউটি’র ভাইস চ্যান্সেলর ড. ওমর জাহ্ এর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় ব্যাংকের পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা, আলহাজ্জ মোঃ হারুন-অর-রশীদ খাঁন, আইইউটি’র ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আশরাফুল হক, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ ফজলুল করিম, এস. এম. জাফর, মোহাম্মদ জুবায়ের ওয়াফা সহ উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) কর্তৃক পরিচালিত আইইউটি’র গাজীপুর ক্যাম্পাসে ছাত্রীদের আবাসিক হলের ইনডোর গেমস রুম ও স্টুডেন্টস বেডরুমের আসবাবপত্র ক্রয়ের জন্য এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!