• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ঈদে কোনো নাশকতা ঘটানো সম্ভব হবে না


নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০১৭, ০৪:০১ পিএম
ঈদে কোনো নাশকতা ঘটানো সম্ভব হবে না

ঢাকা: ঈদগাহ জামাতকে কেন্দ্র করে সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক বলেছেন, এ নিরাপত্তা ছিন্ন করে কোনো নাশকতা ঘটানো সম্ভব হবে না।

বৃহস্পতিবার (২২ জুন) গুলশানের পুলিশ প্লাজা মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

পুলিশ মহাপরিদর্শক বলেন, এ বছর অজ্ঞান পার্টি, ছিনতাইকারী ও চুরি একেবারেই নেই। ২৬ রোজা পর্যন্ত সারাদেশে কোনো বড় ধরনের অপ্রিতিকর ঘটনা আমাদের কানে আসেনি।

হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমান তালুকদারের মৃত্যু প্রসঙ্গে শহিদুল হক বলেন, এ হত্যাকাণ্ড কেন ঘটানো হয়েছে বা কারা ঘটিয়েছে তা তদন্ত শেষে বলা যাবে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ ঘটনার তদন্ত করছে।

বুধবার (২১ জুন) রাজধানীর রূপনগর থানাধীন মিরপুর বেড়িবাঁধের বোটক্লাব এলাকার রাস্তার পাশ থেকে এএসপি মিজানুর রহমান তালুকদারের (৫০) লাশ উদ্ধার করে পুলিশ।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!