• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

উন্মুক্ত এইচএসসি পরীক্ষায় নড়াইলে ৯ পরীক্ষার্থী বহিষ্কার


ফরহাদ খান, নড়াইল মার্চ ২৩, ২০১৮, ০৬:১৬ পিএম
উন্মুক্ত এইচএসসি পরীক্ষায় নড়াইলে ৯ পরীক্ষার্থী বহিষ্কার

নড়াইল : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষায় পৌরনীতি প্রথমপত্র বিষয়ে নকলের দায়ে নড়াইলের লোহাগড়া কেন্দ্র থেকে ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন নয় পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

আরাফাত হোসেন জানান, বহিষ্কৃতদের কাছে বই ও নকলের কাগজপত্র পাওয়া গেছে। কেন্দ্র সূত্রে জানা যায়, ৯ জনের মধ্যে একজন ছাত্রী ও আটজন ছাত্র। পরীক্ষার্থী ছিল ২৩০ জন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!