• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

খালেদার সঙ্গে দেখা করতে কারাগারে ব্যক্তিগত চিকিৎসকরা


নিজস্ব প্রতিবেদক জুন ৯, ২০১৮, ০৫:৪৩ পিএম
খালেদার সঙ্গে দেখা করতে কারাগারে ব্যক্তিগত চিকিৎসকরা

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারে প্রবেশ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। শনিবার (৯ জুন) বিকেল ৪টা ৫ মিনিটে কারাগারে প্রবেশ করেন তারা।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান- মেডিসিনের এফএম সিদ্দীকী, নিউরো সার্জন ওয়াহিদুর রহমান,চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. আবদুল কুদ্দুস ও ডা.মামুন রহমান খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেছেন।

এর আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘খালেদা জিয়া গত ৫ জুন (মঙ্গলবার) কারাগারে মাথা ঘুরে পড়ে যান। সম্প্রতি কারাগারে তার নিকটাত্মীয়রা দেখা করতে যান। এসময় তিনি একথা জানান। 

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া গত তিন সপ্তাহ ধরে ভীষণ জ্বরে ভুগছেন। যা কোনোক্রমেই ঠিক হচ্ছে না। চিকিৎসা বিদ্যায় যেটিকে বলা হয় টিআইএ (ট্রানজিয়েন্ট স্কিমিক অ্যাটাক)। দেশনেত্রীর দুটো পা এখনও ফুলে আছে এবং তিনি তার শরীরের ভারসাম্য রক্ষা করতে পারছেন না।’ 

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!