• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

জাবিতে চট্টগ্রাম সমিতির সভাপতি উপল, সম্পাদক স্বাধীন


জাবি প্রতিনিধি ফেব্রুয়ারি ২৪, ২০১৮, ০৭:৫৪ পিএম
জাবিতে চট্টগ্রাম সমিতির সভাপতি উপল, সম্পাদক স্বাধীন

জাবি : পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উপল দাশকে (৪৩তম ব্যাচ) সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের শাহাদাত হোসাইন স্বাধীনকে (৪৪ ব্যাচ) সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির ২৬ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ১৩৪ নং রুমে আয়োজিত এক সভায় সমিতির  উপদেষ্টা ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক বিবি হাফসা এই কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন- সহ সভাপতি-অনিন্দ্য বড়ুয়া (ফার্মেসি, ৪৩ ব্যাচ), মোর্শেদ মাহমুদ (আইন ও বিচার, ৪৩ ব্যাচ), শায়লা শারমিন (অর্থনীতি, ৪৩ ব্যাচ), যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব (ম্যানেজমেন্ট, ৪৪ ব্যাচ), শরাফত চোধুরী (ভূগোল ও পরিবেশ, ৪৪ ব্যাচ), মোস্তাফিজুর রহমান মঈন (সরকার ও রাজনীতি, ৪৪ ব্যাচ), সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান (ম্যানেজমেন্ট, ৪৫ ব্যাচ), সহ সাংগঠনিক সম্পাদক অপু নাথ (ম্যানেজমেন্ট, ৪৫ ব্যাচ), রিয়াজ উদ্দিন (সরকার ও রাজনীতি, ৪৫ ব্যাচ), কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম হৃদয় (আইন ও বিচার, ৪৫ ব্যাচ), দপ্তর সম্পাদক আশিক আরাফ (ভূগোল ও পরিবেশ, ৪৫  ব্যাচ), সহ দপ্তর সম্পাদক নূর হোসাইন (ভূতত্ত, ৪৬ ব্যাচ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মুক্তাসিদ উল্লাহ (মাইক্রোবায়োলজি, ৪৬ ব্যাচ), সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহানুর রহমান প্রিমো (ফিন্যান্স এন্ড ব্যাংকিং, ৪৬ ব্যাচ), ভর্তি কার্যক্রম বিষয়ক সম্পাদক মাহমুদুল হক (দর্শন, ৪৬ ব্যাচ), সহ-ভর্তি কার্যক্রম বিষয়ক সম্পাদক আনারাতুল জান্নাহ সোবহানী (পাবলিক হেলথ, ৪৬ ব্যাচ), ক্রীড়া সম্পাদক কায়েদ নেওয়াজ (লোকপ্রশাসন, ৪৬ ব্যাচ), সহ-ক্রীড়া সম্পাদক মাহফুজ আকাশ (লোকপ্রশাসন, ৪৬ ব্যাচ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিমাদ্রী জয় সাহা (বাংলা, ৪৬ ব্যাচ), সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাইসা হৃদি  (লোক প্রশাসন, ৪৬ ব্যাচ), ছাত্রী বিষয়ক সম্পাদক সুমাইয়া রোকনী (ভূগোল ও পরিবেশ, ৪৬ ব্যাচ), সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক আফরা নেওয়ার নিহা (ভূগোল ও পরিবেশ, ৪৬ ব্যাচ), শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক কাজী সোহান (ভূগোল ও পরিবেশ, ৪৬ ব্যাচ), সহ-শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক তাজবিহা ফাতেমা (গণিত-৪৬ ব্যাচ)। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা নতুন কমিটিকে নিয়ে কেক কাটেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!