• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

তৃতীয় মহাবিপদে বিএনপি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩০, ২০১৮, ০২:১১ পিএম
তৃতীয় মহাবিপদে বিএনপি

ঢাকা : খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় সামনে রেখে বিএনপি ‘তৃতীয়বারের মতো মহাবিপদে’ পড়েছে বলে মনে করেন দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে কী ধরনের রায় আসতে পারে তা ‘সহজেই আঁচ’ করা যায়।

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রুকলিনে এক রেস্তোরাঁয় প্রবাসী বিএনপি নেতাকর্মীদের এক সমাবেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোকনের এমন মন্তব্য আসে।

তিনি বলেন, ‘এবার বিএনপি মহাবিপদে পড়েছে তৃতীয়বারের মতো। প্রথমবার পড়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর সেনাশাসক এইচএম এরশাদের আমলে। সে সময় বিএনপির ৮০ ভাগ নেতাকর্মীকে এরশাদের দলে ভিড়তে বাধ্য করা হয়েছিল।’ খোকনের বিচারে বিএনপির দ্বিতীয় মহাবিপদটি এসেছিল ২০০৭ সালের ১১ জানুয়ারির পর ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে।

‘সে সময় শেখ হাসিনা চিকিৎসার অজুহাতে দেশত্যাগ করেছিলেন। কিন্তু বেগম জিয়া দেশত্যাগের প্রস্তাবে সায় দেননি।’

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘তৃতীয়বারের মতো বিএনপি বড় ধরনের হুমকির মুখে পড়েছে বর্তমান সময়ে। কারণ বিএনপি মনে করে বাংলাদেশ ফর বাংলাদেশিজ। অন্যদিকে আওয়ামী লীগ মনে করে, বাংলাদেশ ফর ইন্ডিয়ানস অ্যাজওয়েল।’ এ কারণেই বিএনপি নেত্রী খালেদা জিয়া ‘নিকট প্রতিবেশী একটি দেশের ষড়যন্ত্রের কবলে’ পড়েছেন বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের আইনজীবী খোকন।

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা বিএনপির নেতা তৌহিদুল ইসলাম তৌহিদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘তৌহিদ স্মৃতি পরিষদ’-এর উদ্যোগে ব্রকলিনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জসীম ভূঁইয়া, মিজানুর রহমান ভূইয়া মিল্টন, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, বিএনপি নেতা আবুল কাশেম, আহসান উল্লাহ বাচ্চু, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরামের নেতা নাসিম আহমেদ এ অনুষ্ঠানে বক্তব্য দেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!