• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে হিজড়াদের বিয়ে বৈধ!


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৭, ২০১৬, ০৩:২৭ পিএম
পাকিস্তানে হিজড়াদের বিয়ে বৈধ!

পাকিস্তানে ট্রান্সজেন্ডার বা হিজড়াদের বিয়ের বৈধতা দিয়েছে দেশের একটি ফতোয়া কমিটি। রোববার (২৬ জুন) দেশটির ৫০ সদস্যের একটি ফতোয়া কমিটি হিজড়াদের মধ্যে বিয়ের বৈধতা দিয়ে একটি ফতোয়া জারি করে।

তবে কোনো হিজড়া সাধারণ কোনো ব্যক্তিকে বিয়ে করতে পারবেন না বলেও ফতোয়ায় উল্লেখ করা হয়।

ফতোয়ায় বলা হয়েছে, নারীর বৈশিষ্ট্য প্রকট এমন একজন হিজড়া পুরুষের বৈশিষ্ট্য প্রকট একজন হিজড়াকে বিয়ে করতে পারবেন। তেমনই পুরুষের বৈশিষ্ট্য প্রকট এমন একজন হিজড়া নারীর বৈশিষ্ট্য প্রকট এমন একজন হিজড়াকে বিয়ে করতে পারবেন।

তানজিম ইত্তেহাদ-ই উম্মত নামের ওই ফতোয়া কমিটি বলেছে, যেসকল মা-বাবা তাদের হিজড়া সন্তানদের পরিচয় অস্বীকার করে এবং তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করে সরকারের উচিত ওইসব পিতা-মাতার ব্যপারে কঠোর ব্যবস্থা নেয়া।

এছাড়া হিজড়াদের মৃত্যুর পরে  আর সকল সাধারণ মুসলিম নর-নারীর মতোই তাদের দাফন করার কথাও বলেছে ফতোয়া কমিটি। এদিকে ওই কমিটির এমন ফতোয়ার পরে মনে করা হচ্ছে দেশটিতে হিজড়াদের বিষয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি
 

Wordbridge School
Link copied!