• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

‘বাল্যবিবাহ নিরোধ আইন’ বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ


আদালত প্রতিবেদক মার্চ ৬, ২০১৭, ১২:১৫ পিএম
‘বাল্যবিবাহ নিরোধ আইন’ বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

ঢাকা : বিয়ের জন্য মেয়েদের ক্ষেত্রে কমপক্ষে ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর বয়স হওয়ার শর্ত রেখে সরকারের করা ‘বাল্যবিবাহ নিরোধ আইন’ বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।

আজ সোমবার (০৬ মার্চ) সকালে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ ডাকযোগে নোটিশটি পাঠান। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ আইনটি বাতিল চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আইনটি বাতিল না করলে হাইকোর্টে একটি রিট আবেদন করবেন।এ আইনটি সংবিধানের ৭,১১,১৫,২৬,২৭,৩১ এই ধারারগুলোর পরিপন্থি বলে এতে উল্লেখ করা হয়েছে। এটি মুসলিম আইন নারী ও শিশু নির্যাতন দমন আইনের পরিপন্থি।

নোটিশে আইনজীবী আরো উল্লেখ করেন, নতুন আইনটি বাল্যবিবাহ বাড়িয়ে দেবে এবং জনগণ এটি অপব্যবহার করবে। চরম আকারে নারীদের মানবাধিকার লংঘন হবে বলেও ইউনুছ তার নোটিশে উল্লেখ করেন।

সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিব, মন্ত্রী পরিষদ সচিবের কাছে নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি সরকার ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ চূড়ান্তভাবে পাশ করে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!