• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

‘মালিক-শ্রমিক সম্পর্ক হতে হবে হৃদ্যতাপূর্ণ’


নিজস্ব প্রতিবেদক মে ১, ২০১৭, ০৯:৪৪ পিএম
‘মালিক-শ্রমিক সম্পর্ক হতে হবে হৃদ্যতাপূর্ণ’

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মালিক-শ্রমিক সম্পর্ক হতে হবে হৃদ্যতাপূর্ণ। একে অপরের পরিপূরক হয়ে কাজ করলেই কেবল দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে।

সোমবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব একথা বলেন।

মালিকদের উদ্দেশে তিনি বলেন, মুনাফা অবশ্যই করবেন। তবে তা যেন শোষণে পরিণত না হয়। শ্রমিকদের বঞ্চিত করে শিল্পের উন্নয়ন হবে না। কারণ শ্রমিক হচ্ছে কারখানার প্রাণ। শ্রমের মর্যাদা এবং শ্রমিকের ন্যায্য পাওনা যথাযথভাবে মিটিয়ে দিতে হবে।

শিল্পের ক্ষতি হয় এমন কোনো কাজে সম্পৃক্ত না হতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিল্প টিকে থাকলেই কেবল আপনাদের কর্মসংস্থান হবে, দারিদ্র্য দূর হবে। ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে পারবে।  

কোনোরকম উস্কানিতে কান না দিয়ে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বহিঃর্বিশ্বে দেশের সুনাম বৃদ্ধিতেও শ্রমিকদের কাজ করে যাবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কল্যাণে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করেন।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!