• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৯৬ জন আটক


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১৪, ২০১৬, ১২:৩৪ পিএম
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৯৬ জন আটক

মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের অভিযানে বাংলাদেশিসহ ১৯৬ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার থেকে রাজধানী কুয়ালালামপুরের প্লাজা লয়েট, চৌকিত, কাম্পুং বারুর জালান রাজা আলাং ও পুরাতন ক্লাং রোডের ফুড কোর্ট এ অভিযান চালানো হয়।

বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, সেনেগাল, পাকিস্তান, নাইজেরিয়া, ইন্ডিয়া, ইয়েমেন ও নেপালসহ কয়েকটি দেশের সর্বমোট ১৯৬ জন নাগরিককে আটক করা হয়।

কুয়ালালামপুরের নগর পুলিশের উপ-প্রধান দাতুক আবদুল হামিদ মোহাম্মদ আলী গণমাধ্যমকে জানান, গত মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া এ অভিযানে ইমিগ্রেশনের অপারেশন টিম-২, জাতিসংঘের শরণার্থী বিভাগ এবং রেলার সিভিল ডিফেন্সসহ সর্বমোট ১২০ সদস্যের আইন প্রয়োগকারী সংস্থা অংশগ্রহণ করেন। এ অভিযান আগামী ডিসেম্বর ২০১৬ পর্যন্ত চলবে।

মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশিদের উদ্দেশে কমিউনিটি নেতারা বলেন, ইমিগ্রেশন পুলিশের আটকের ঝামেলা এড়াতে আগামী ডিসেম্বর ২০১৬ এর মধ্যে ভালো কোম্পানি যাচাই করে মালয়েশিয়া সরকারের দেওয়া (রি-হায়ারিং) প্রোগ্রামে অংশগ্রহণ করে বৈধতার সুযোগ গ্রহণ করুন।

প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে চলাফেরার কথাও জাননো হয়।

এদিকে, দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা জানান- অভিযানে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অনেককে আটক করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!