• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

রইল বাকি ৭!


বিশেষ প্রতিনিধি অক্টোবর ২৯, ২০১৬, ০৭:০০ পিএম
রইল বাকি ৭!

দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। সম্প্রতি দলটির ২০তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে ঘোষণা ছিল, এক সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করা হবে।

সেই হিসেবে বলা যায়, কথা রেখেছে আওয়ামী লীগ। এক সপ্তাহের মধ্যেই প্রায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করলো ক্ষমতাসীনরা। তবে এখনও রইল বাকি ৭! অর্থাৎ সাতটি পদ বাকি রেখেই শনিবার (২৯ অক্টোবর) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

এ দিন দলটির সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত বার্তায় পূর্ণাঙ্গ কমিটির ৩৮ জনের মধ্যে ২৮ জনের নাম ঘোষণা করা হয়। এর আগে দুই দফায় ৮১ সদ্যসের কেন্দ্রীয় কমিটির ৪৩ নেতারা নাম ঘোষণা করা হয়।

এছাড়া উপদেষ্টা পরিষদের ৩৮ জনের নাম প্রকাশ করা হয়েছে। অন্যদিকে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে। 

শনিবার (২৯ অক্টোবর) দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষিত কমিটির তালিকা পাঠানো হয়েছে। তিন দফা কমিটি ঘোষণার পরও আরও ৭টি পদের নাম ঘোষণা এখনও বাকি রয়েছে।

বাকি ৭টি পদে কারা ঠাঁই পাবেন, সেটাও দেখার বিষয়। এখন পর্যন্ত ঘোষিত কমিটির বেশিরভাগই তরুণ, সাবেক ছাত্রলীগ নেতা, সৎ এবং ক্লিন ইমেজের নেতারাই জায়গা করে নিচ্ছেন।

এখনও ‘পূর্ণাঙ্গ কমিটি’ ঘোষিত হয়নি। তাই ঘোষিত কমিটিতে জায়গা পাওয়ার আশায় এখনও বুক বেঁধে আছেন অনেকে। বাকি ৭টি পদের নাম ঘোষণা এখনও বাকি রয়েছে। এর মধ্যে সভাপতিমণ্ডলীর ৩টি পদ, সম্পাদকমণ্ডলীর ৪টি, যেমন- যুব ও ক্রীড়া ১টি, আন্তর্জাতিক ১টি, বিজ্ঞান ও প্রযুক্তি ১টি, উপ দফতর সম্পাদক ১টি পদের নাম ঘোষণা বাকি আছে।

২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে অষ্টমবারের মতো সভাপতি হিসেবে নির্বাচিত হন শেখ হাসিনা ও প্রথমবারের মতো সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সাবেক ছাত্রলীগ সভাপতি ওবায়দুল কাদের।

কাউন্সিলের প্রথম দিনেই (২২ অক্টোবর) সভাপতি, সাধারণ সম্পাদকসহ সভাপতিমণ্ডলীর ২১ জনের নাম ঘোষণা করা হয়। আর দ্বিতীয় দিনে (২৩ অক্টোবর) সম্পাদকমণ্ডলীর ২২ জনের নাম ঘোষণা করা হয়। সর্বশেষ শনিবার (২৯ অক্টোবর) কার্যনির্বাহী সদস্য পদে ২৮ জনের নাম ঘোষণা করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!