• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা ফেরাতে জাতিসংঘকে চায়না মিয়ানমার


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৭, ২০১৮, ০৮:১৭ পিএম
রোহিঙ্গা ফেরাতে জাতিসংঘকে চায়না মিয়ানমার

ঢাকা: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হলেও এ প্রক্রিয়ায় জাতিসংঘকে চায় না মিয়ানমার। তৃতীয় পক্ষ হিসেবে বাংলাদেশ জাতিসংঘকে সংযুক্ত করার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ।

বুধবার(১৭ জানুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এ কথা জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়ায় বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারকে (ইউএনএইচসিআর) রাখতে চায় না মিয়ানমার। তারা চায় রেড ক্রিসেন্টকে সম্পৃক্ত করতে।

আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হলেও নানা ছলচাতুরিতে প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘায়িত করার পাঁয়তারা করছে।

উল্লেখ্য, গত বছরের ২৩ নভেম্বর মিয়ানমারের রাজধানী নেপিদোতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে চুক্তি সই হয়।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!