• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

লতার জন্য ভক্তের বালুর ভাস্কর্য


বিনোদন ডেস্ক  অক্টোবর ১, ২০১৬, ০৩:৪২ পিএম
লতার জন্য ভক্তের বালুর ভাস্কর্য

জীবন্ত কিংবদন্তি লতা মঙ্গেশকরের গায়কীর ভক্ত নন এমন শ্রোতা যে নেই তাতে একমত হবে না কে! ২৮ সেপ্টেম্বর তার ৮৭তম জন্মদিন। সংগীতপ্রেমী সবশ্রেণীর শ্রোতাই ভারতের এই নাইটিঙ্গেলের অনুরাগী। 

তাদের মধ্যে প্রখ্যাত বালি শিল্পী সুদর্শন পাটনায়েক প্রিয় শিল্পীর জন্মদিনে লতার প্রতি দারুণভাবে সম্মান জানালেন। লতার জন্য মহারাষ্ট্রের রত্নগিরির ভাতাই সাগরপাড়ে বালিতে চমৎকার ভাস্কর্য তৈরি করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘আপ জিও হাজারো সাল’ (হাজার বছর বেঁচে থাকুন)। সামাজিক ও আর্থ-রাজনৈতিক বিষয়ে পাটনায়েক বরাবরই নিজের ভাবনা ও উৎকণ্ঠার বার্তা দিয়েছেন বালি শিল্পের মাধ্যমে। পাশাপাশি তারকা ও বিশিষ্ট ব্যক্তিদের জন্মদিনেও শ্রদ্ধা জানান। 

লতার আগে অমিতাভ বচ্চন, প্রাক্তন প্রেসিডেন্ট এপিজে আবদুল কালাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন ক্রিকেটার শচীন টেন্ডুলকারের বালুর ভাস্কর্য তৈরি করেছেন সুদর্শন। তার এসব সৃষ্টিকর্ম সাধারণ মানুষের মনেও প্রভাব ফেলেছে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!