• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে কড়া প্রতিবাদ বাংলাদেশের


বিশেষ প্রতিনিধি নভেম্বর ২৩, ২০১৬, ০৪:৩৬ পিএম
রোহিঙ্গা ইস্যুতে কড়া প্রতিবাদ বাংলাদেশের

ঢাকা: মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বর নির্যাতন ও গণহত্যার কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বুধবার (২৩ নভেম্বর) বিকালে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ প্রতিবাদ জানানো হয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসান এ প্রতিবাদের কথা জানান। এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূতের হাতে একটি প্রতিবাদপত্রও তুলে দেয়া হয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে মিয়ানমার রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কোনও মন্তব্য করতে রাজি হননি। 

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসান সাংবাদিকদের বলেন, আমরা রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, অগ্নিসংযোগের বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছি। অবিলম্বে এসব বন্ধ করার জন্য বলেছি। 

জবাবে বার্মার রাষ্ট্রদূত খবরের কাগজে প্রকাশিত এসব সংবাদকে বানোয়াট বলে দাবি করেছেন। তিনি বলেন, প্রকৃত অর্থে এমন কিছুই হচ্ছে না।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!